ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৬

‍ৃৃইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়া-চকরিয়া সড়কে বারবাকিয়া রাস্তার মাথার পাশে ম্যাজিক গাড়ি ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। তারা উপজেলার টইটং খলিফামোড়া এলাকার হাকিম আলীর পুত্র মোঃ মিজান(১০), একই এলাকার আব্দু শুক্কুরের পুত্র আরিফ উল্লার(৯)। এদের মধ্যে মোঃ মিজানের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন পেকুয়া হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক। তবে, অপর আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

রবিবার দুপুরে চকরিয়া থেকে ছেড়ে আসা ম্যাজিক গাড়ি ও বিপরীত দিক থেকে আসা টমটম গাড়ি মধ্যে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করে এবং ম্যাজিক গাড়ির চালক জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিক গাড়িটি একটি সিএনজি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে টমটম গাড়িটিকে মুখোমুখি ধাক্কা দেয়। দুর্ঘটনার জন্য ম্যাজিক গাড়িটি বেপরোয়া চালাককে দায়ী করছেন তারা।

 

পাঠকের মতামত: