ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ইনানীতে বীচ বাইকের ধাক্কায় এক শিশু নিহত

beach-bikeশফিক আজাদ, উখিয়া :
উখিয়া উপকূলীয় ইনানী বীচে মা-বাবার সাথে বেড়াতে এসে বেপরোয়া বীচ বাইকের ধাক্কায় প্রাণ হারাল শিশু পর্যটক মিজান(১০)। সে রামু পেঁচারদ্বীপ এলাকার সালেহ আহমদের পুত্র।
গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর অালম জানান, অদক্ষ ও অযোগ্য চালকদের বীচের বাইক গুলো ভাড়া দিয়ে থাকে কতিপয় স্বার্থনেষী কোম্পানী নামধারীরা। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বেড়াতে আসা পর্যটকদের। যারই ধারাবাহিকতায়  শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় শিশু মিজানের। তিনি আরো বলেন, মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাঠকের মতামত: