ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় ২ কোটি টাকার ইয়াবা সহ আটক বকতিয়ারের ১০ দিনের রিমান্ডের আবেদন

ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃমাহমুদুল হক বাবুল, উখিয়া ::

জেলার বহুল আলোচিত সীমান্তের ইয়াবা ব্যবসায়ীদের অন্যতম গডফাদার পালংখালী ইউনিয়ন থেকে সদ্য নবনির্বাচিত ইউপি সদস্য বকতিয়ার প্রকাশ ইয়াবা বকতার ও তার ব্যক্তিগত প্রাইভেট কার চালক মোঃ নুর আলম (টিটু) কে গত ২০ জুন বিকালে ঢাকা বিমান বন্দর এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা, প্রাইভেট কার সহ আটক করতে সক্ষম হয়েছে ঢাকা ডি এমপি। আটককৃত গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো ঘ ৩৯Ñ ০১২৮। জানা গেছে, ঢাকা ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইমের ইন্সেপেক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২ কোটি টাকার ইয়াবা সহ তাদেরকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানা যায়। মামলার বাদী মোঃ মাহমুদুর রহমান শনিবার ঢাকা বিজ্ঞ ম্যাজিট্রেট আদালাতের বিশেষ শাখায় উক্ত আসামীদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সূত্রে মতে, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার আব্দুল মজিদের ছেলে বকতার আজ থেকে ৮ বছর আগে সে উখিয়া Ñ টেকনাফ সড়কের যাত্রী বাহী বাসের হেলপার হিসাবে কাজ করে তাদের সংসার জীবন কোন প্রকার চালিয়ে যেত। হেলপার কাজের সুবাধে টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের অন্যতম গডফাদার ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকা ভুক্ত ক্রসফায়ারে নিহত নুর মোহাম্মদের সাথে গড়ে তোলে গভীর সম্পর্ক। এর পর থেকে সে জড়িয়ে পড়ে মরণ নেশা ইয়াবা ব্যবসার সাথে, গড়ে তোলে ইয়াবা ব্যবসার কালো টাকার পাহাড়, বনে যায় রাতা রাতি কোটিপতি, ঢাকা, চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে নামে বেনামে ক্রয় করে কোটি কোটি টাকার সম্পদ। তার কোটি কোটি টাকার এ অবৈধ সম্পদের উপর দূর্ণীতি দমন কমিশন (দুদুকের) কোন প্রকার নজর ধারী নেই বলেও জানা যায়। এলাকাবাসী সূত্রে, সম্প্রতি বালুখালী বিজিবির ক্যাম্পের জোওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ আটক করে বকতারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল বলেও জানা যায়। স্থানীয় সচেতন মহল মনে করেন, রিমান্ডে বেরিয়ে আসবে ভুলু হত্যা সহ একাধিক হত্যা কান্ডের গুরুত্ব পূর্ণ তথ্য । বর্তমানেও তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

পাঠকের মতামত: