ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ার ঈদকে সামনে রেখে হুন্ডি বাজার আনোয়ার সিন্ডিকেটের নিয়ন্ত্রনে

hundiমাহমুদুল হক বাবুল, উখিয়া ::

আসন্ন ঈদকে সামনে রেখে উখিয়ার হুন্ডি বাজার জমজমাট হয়ে উঠতে শুরু করেছে। উপজেলার সর্বত্র প্রায় অর্ধ শতাধিক হুন্ডি চক্র আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে ও কথিপয় দূর্ণীতিবাজ কর্মকর্তাদের সাথে গভীর সখ্যতা গড়ে তোলে অবৈধভাবে হুন্ডির টাকা লেনদেন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব হুন্ডি চক্রের একটি তালিকা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে থাকলেও প্রতিকারের কোন ব্যবস্থা না থাকায় দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে হুন্ডি চক্রের সদস্যরা। এবারের ঈদে রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার আব্দুস ছালামের ছেলে হুন্ডির রাজা আনোয়ারের নেতৃত্বে কয়েক কোটি টাকা বিতরণের টার্গেট নিয়ে চক্রটি মাঠে নেমেছে। হুন্ডি ব্যবসায়ীদের পাশাপাশি অনলাইন মোবাইল সেবা বিকাশের বিরুদ্ধেও হুন্ডিসহ মাদক পাচারের অর্থ লেনদেনের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। একাধিক সূত্রে জানা যায়, হুন্ডি ব্যবসার সাথে গডফাদাররা বর্তমানে নতুন কৌশলে বিভিন্ন বিকাশের দোকান ও মুদির দোকানের মাধ্যমেও এ টাকার লেনদেন করে থাকে বলে জানা যায়। স্থানীয়রা ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক হুন্ডি সিন্ডিকেটও অবাধে হুন্ডির টাকা লেনদেন করায় স্থানীয় রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলো প্রচুর পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে সংশ্লিদের অভিমত।

সূত্রে জানা গেছে, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক একটি রোহিঙ্গা হুন্ডি চক্রের সদস্যদের মাধ্যমে রোহিঙ্গা প্রবাসীদের পাঠানো টাকা লেনদেনের ধারাবাহিকতা চলে আসছে দীর্ঘদিন থেকে। ক্যাম্প সেক্রেটারি সাইফুল ইসলাম জানান, উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির ও সংলগ্ন বস্তির অন্তত ১০ হাজারের অধিক অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বিভিন্ন দেশে অবস্থান করছে। প্রবাসী থেকে ব্যাংক চ্যানেলের মাধ্যমে নিকটত্মীয়দের নিকট টাকা পাঠানোর বিষয়টি ঝামেলা মনে করে প্রবাসী রোহিঙ্গারা। তারা লেনদেনের গোপনীয়তা রক্ষার জন্য সরাসরি হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকে। সূত্রমতে, ১০/১২ জনের একটি রোহিঙ্গা সিন্ডিকেট হুন্ডি ব্যবসার সাথে সরাসরি জড়িত। সুত্র মতে, জেলার বহুল আলোচিত হুন্ডি ব্যবসায়ীদের অন্যতম গডফাদার হুন্ডি আনোয়ারের নেতৃত্বে যারা জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মৃত হাছান আলীর ছেলে বাবুল প্রকাশ হুন্ডি বাবুল, সোনাইছড়ি এলাকার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে হুন্ডি সোহেল, সোনাইছড়ি বাইতশরফ এলাকার মৃত দুদুমিয়ার ছেলে মঞ্জুর আলম প্রকাশ হুন্ডি মঞ্জুর, সোনাইছড়ি বাইতশরফ এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে হুন্ডির কালো টাকার পাহাড় দিয়ে বিলাস বহুল বাড়ী নির্মানকারী আব্দুল হামিদ প্রকাশ হুন্ডি হামিদ, সোনার পাড়া এলাকার হুন্ডি হামিদ, নিদানিয়া এলাকার আবু তাহের প্রকাশ হুন্ডি তাহের, নুরুল ইসলাম ঠান্ডু, চৌধুরী পাড়া এলাকার হুন্ডি সিরাজ, মরিচ্যার আব্দু, পালংখালী ইউনিয়নের থাইংখালী ষ্টেশনের মানিক সে তার ষ্টুর ব্যবসার আড়াঁলে চালিয়ে যাচ্ছে হুন্ডি বানিজ্য, সহ আরো ১০/১৫ জন তালিকাভুক্ত হুন্ডি চক্র আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিয়মিত হুন্ডির টাকা বিতরণ করছে। উখিয়ার ইনানী, সোনারপাড়া, কোর্টবাজার, মরিচ্যা, পাগলির বিল, ভালুকিয়া, উখিয়া সদর, কুতুপালং, টাইপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী সহ একাধিক স্পটে এসব হুন্ডি ব্যবসায়ীরা অবৈধভাবে লেনদেন করে থাকে। চক্রটি শুধুমাত্র একটি মোবাইল নাম্বারের উপর ভিত্তি করে অভিনব কায়দায় হুন্ডির টাকা লেনদেন অব্যাহত রাখায় বিষয়টি আলোচনার বাইরে থেকে যায়। ইদানিং জনপ্রিয় মোবাইল সেবা বিকাশের মাধ্যমেও হুন্ডির লেনদেন আশংকাজনক ভাবে বেড়েছে। বিকাশের মাধ্যমে মোবাইল নাম্বারে হুন্ডির টাকা পৌঁছে দিচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। মোবাইল ভিক্তিক ব্যবসা বেড়ে যাওয়ায় চিন্থিত হুন্ডি ব্যবসায়ীরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। উখিয়ার হুন্ডির রাজা আনোয়ার জানান, উখিয়ার ব্যবসায়ীদেরকে প্রতিদিন কোটি কোটি টাকা সরবরাহ দিয়ে যাচ্ছে কক্সবাজার আসাদ কমপ্লেক্সের চিন্থিত হুন্ডি এজেন্ট সাইফুল এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম। ও উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের আলী আহম্মদ কোম্পানীর ছেলে আন্ডার ওয়াল্ড হুন্ডি ব্যবসায়ীদের নিয়ন্ত্রক আব্দুল হামিদ। বাংলাদেশে আমাদের দেখা শুনা করেন সাইফুল ভাই। কারণ তার সাথে উখিয়া ও কক্সবাজার সদর থানা চুক্তি রয়েছে তাই আমাদেরকে উখিয়া থানায় তেমন কিছু দিতে হয় না। এ সাইফুল ইসলাম নিব্রিঘেœ হুন্ডি ব্যবসা চাালিয়ে যেতে কক্সবাজার থানাকে মাসে লাখ টাকা দিয়ে যাচ্ছে বলে হুন্ডি আনোয়ার জানালেও উখিয়া থানাকে মাসিক কত দেয় তা না জানিয়ে মুঠফোনটি তাৎক্ষনিক কেটে দেয়। পুবালী ব্যাংক উখিয়া শাখার ম্যানেজার ইকবাল বাহার চৌধুরী বলেন, বর্তমানে সহজ পন্থায় প্রেরকের পাঠানো টাকায় তাৎক্ষণিকভাবে প্রাপকের হাতে তুলে দেওয়ার নিশ্চয়তা থাকলেও হুন্ডি চক্রের কারণে ব্যাংকের মাধ্যমে লেনদেন লক্ষ্যমাত্রায় অর্জন হচ্ছে না। এ ব্যাংক কর্মকর্তা এজন্য আইন প্রয়োগকারী সংস্থার লোকজনদের দোষারোপ করে বলেন, পুলিশ তৎপর হলে হুন্ডি ব্যবসা বন্ধ হয়ে যাবে। সরকার লাভবান হবে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত: