ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পেকুয়ায়‘বাজিরাও মাস্তানী’এখন হকার মার্কেটে

ssssssপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায়‘বাজিরাও মাস্তানী’ এখন পাওয়া যাচ্ছে হকার মার্কেটে। শিশুদের নজর কাড়ানো এ পোশাক ক্রেতাদের মাতিয়ে তুলেছে। হকার মার্কেটে পাওয়া যাচ্ছে ঈদের সব ধরনের পোশাক। ক্রেতারা এখন ঝুকছে এখন হকার মার্কেটের দিকে। দাম কম, পন্যের সম্ভার ব্যাপক। অন্য দোকানগুলোতে যে জিনিস বিক্রি হচ্ছে ওই জিনিস এখন হকার মার্কেটে সুলভ মুল্যে পাওয়া যাচ্ছে। গার্মেটস পোশাকে ছেঁয়ে গেছে পেকুয়ার হকার মার্কেট। ক্রেতারা সাশ্রয় কেনা কাটার জন্য বেচে নিয়েছেন হকার মার্কেটকে। সব শ্রেনীর নারী পুরুষ ভীড় জমাচ্ছে হকার মার্কেটে।

 বিশেষ করে শিশুদের জন্য মাকের্ট বলে পরিচিত এ হকার মার্কেট। দিন দিন জমে উঠেছে হকার মার্কেট। তুরুন’ তরুনী, প্রবাসীর স্ত্রী, ছোট ছোট বাচ্চাদের মিলন মেলায় পরিনত হয়েছে পেকুয়ার ঐতিহ্যবাহি হকার মার্কেট। গত বছরের তুলনায় এবার বেশ জমছে দোকানগুলোতে। গত বছর দোকান ছিল অল্প সংখ্যক। এবার দোকানের পরিধি বেড়েছে। এবার হকার মার্কেটগুলোতে মানুষের প্রচন্ড ভীড় চোখে পড়ার মত। জমজমাট ঈদ বাজার চলছে পেকুয়ায় হকার দোকান গুলোতে। নানান রঙ্গের ডিজাইন পোশাকের পসরা সাজিয়েছে দোকানগুলোতে।

 কবির আহমদ চৌধুরী বাজারে ঈদ বাজারের নানা পন্যের সমাহার তৈরি করা হয়েছে। কেনা কাটা সারতে মহিলাদের ব্যস্ততা বেশি। প্রবাসির স্ত্রীরা কেনাকাটায় পেকুয়া বাজারের ঈদ বাজারকে প্রানবন্ত করেছে। তরুনীরা ঝুকছে ভারতীয় বেশ কিছু আইটেমের দিকে।

 হকার মার্কেট দোকানগুলোতে লেহেঙ্গা, রশমি, নির্জ্ব, পাখি, দুপাট্টা, শেরওয়ানী, তুমি আসবে বলে, পাকিস্তানি কোটি, কিরনমালা, পাতাবালি তরুনীদেরকে আকৃষ্ট করেছে। পেকুয়ায় সব পোশাকের নান্দনিক সমাহার তৈরি করেছেন ব্যবসায়ীরা। তরুনরা ঝুকছেন গেঞ্জি, পাঞ্জাবি, ফতোয়া, জিনস প্যান্ট এর দিকে। কিশোর ও শিশুদের পোশাক হাত বাড়ালে পাওয়া যায়। সাজ্জাদ ষ্টোর, আল্লাহ’র দান ষ্টোর, মামুন ষ্টোর, মহিউদ্দিন ষ্টোর, জাফর ষ্টোরে এবার ক্রেতাদের ভীড় নজর কাড়া।

 মহিউদ্দিন, আলী হোসেন, মান্নান, সোহেল, আমিন, আযাদ, মো.শফি, রিদুওয়ান, আব্বাস, ফোরকান, কফিল, মিজান, আক্তারসহ আরো বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদের পোশাক বাজিরাও মাস্তানী, জুতা, কসমেটিকস, প্যান্ট, ত্রিপিচসহ সব রকমের পন্য। মহিলাদের নানান কসমেটিকস সামগ্রী হকার মার্কেটের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে। সব বয়সের নারী, পুরুষ ও শিশুদের পাদুকা পাওয়া যাচ্ছে এখানে।

 ক্রেতা ডেজি, কহিনুর, শারমিন আক্তার, জয়নাব, সেলিনা আক্তার, রাজিয়া, আঁখি, জিয়াবুল, আরাফাত, মিজান জানায় আমরা পরিবারের জন্য পোশাক কিনেছি। হকার মার্কেটে এখন সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিশুদের সব ধরনের পোশাক এখানে শুভা পেয়েছে। হকার মার্কেটে কমদামে ভাল মানের সব পোশাক পাওয়া যাচ্ছে।

 হকার মাকের্ট বনিক সমিতির সভাপতি মো.আব্দু রহমান বাদশাহ, সেক্রেটারী মো.শফি জানায় হকার মার্কেটের দোকানগুলোতে পোশাকে পোশাকে ছেঁয়ে গেছে। অন্যান্য মার্কেটের দোকানের চেয়ে হকার মার্কেটে সস্তায় সব পন্য পাওয়া যাচ্ছে। ক্রেতারাও সাশ্রয় পাচ্ছে। ক্রেতাদের ভীড়ে হিমশিম খেতে হচ্ছে দোকানিদের। এখানে ক্রেতা সাধরনের পর্যপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত: