ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

যৌন হয়রানি প্রতিকার প্রতিরোধে কক্সবাজার শহরে র‌্যালী ও মানববন্ধন পালিত

wwqএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার জেলা প্রতিনিধি, ১৬ জুন ॥

কক্সবাজার পৌর এলাকার টেকপাড়ায় যৌন হয়রানি প্রতিকার, প্রতিরোধে র‌্যালী ও মানববন্ধন হয়েছে। আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচগ্রুপের উদ্যোগে ১৬ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় একর্মসূচি পালিত হয়।

মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক জনাব শামিনা কাশেম।

উক্ত র‌্যালী ও মানববন্ধনে বক্তব্যে রাখেন, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য লুৎফুন্ নাহার, মোহাম্মদ আলম, এবং মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, মাহবুব আলম হেলালী, মীর মোশারফ হোসেন, আবুবক্কর সিদ্দিক প্রমূখ। মানববন্ধন ও র‌্যালী থেকে যৌন হয়রানি প্রতিকার প্রতিরোধে বিবেকবান মানুষকে সম্মিলিত ভাবে প্রতিবাদ গড়ে তোলার আহবান জানানো হয়।

পাঠকের মতামত: