ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় যাত্রীবাহি জীপ গাড়ি ও মোটরসাইকেল  মুখোমুখি সংর্ঘষে আরোহী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি জীপ গাড়ির সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. রিয়াজ উদ্দিন সনি (২২) নামে মোটরসাইকেল আরোহী  এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার  ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত  রিয়াজ উদ্দিন চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড পশ্চিম সিকদার পাড়ার রহিম উল্লাহর ছেলে। স্থানীয়
ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিয়ষটি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে চকরিয়া থেকে ছেড়ে যাওয়া পার্বত্য উপজেলা লামাগামী যাত্রীবাহী একটি জীপ গাড়ি মহাসড়কের ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী যুবক রিয়াজ উদ্দিন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পরপরই জীপ গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি জব্দ করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ##

পাঠকের মতামত: