ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়াতে বিএনপির বিজয় মিছিল ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া::
৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় মিছিল ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা ও পৌরসভা।

আজ ১৬ ডিসেম্বর সকাল ৮টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে মিছিল শুরু করে বিজয় মঞ্চে অবস্থিত চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদনের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করে।

বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী,চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি মো: নুরুল ইসলাম হায়দার ,সাধারণ সম্পাদক আব্দু রহিম। এতে চকরিয়া উপজেলা ও পৌরসভা যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,শ্রমিক দল,মহিলা দলসহ বিভিন্ন স্তরের শহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা , বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি জানান,দেশের পরিস্থিতি মনে হচ্ছে সাধারণ মানুষ ৭১সালের মত দিন যাপন করছে। বক্তারা অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান।

পাঠকের মতামত: