ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে

চকরিয়া পেকুয়া আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ:লীগের এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপি

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপি জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীকে সাথে নিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর হাতে মনোনয়নপত্র জমা দেন সালাহউদ্দিন সিআইপি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার ১ আসনের সাবেক এমপি ও মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, পিপি এডভোকেট ফরিদুল আলম চৌধুরী , সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মিথুন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, এসএম গিয়াস উদ্দিন, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ সম্পাদক শফিউল আলম বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ। ##

পাঠকের মতামত: