ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

চকরিয়ায় নাশকতার মামলায় আটক মাদরাসা সুপার  নুরুল আবছার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় অবরোধ কর্মসুচিতে নাশকতা চেষ্টার অভিযোগে পুলিশ বিজিবির যৌথ অভিযানে মাওলানা নুরুল আবছার সিদ্দিকী নামের এক মাদরাসা সুপারকে আটক করা হয়েছে। পরে পুলিশ জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা ঘিরে সংগঠিত ঘটনার দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল চিরিঙ্গা মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার নুরুল আবছার ছিদ্দিকীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেন। শুনানি শেষে আদালতের বিচারক মো.জাহেদ হোসাইন আটক মাদরাসা সুপারের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা হাকিম আদালতের এপিপি এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী।

আটক মাদরাসা সুপার মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে।

থানা পুলিশ জানিয়েছে, গত ৩১ অক্টোবর ভোরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিন চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় মহাসড়কে টায়ার জালিয়ে নাশকতা চেষ্টার প্রস্তুতির অভিযোগে তাকে আটক করে থানা পুলিশ ও বিজিবি টহল টিমের সদস্যরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, আটক মাদরাসা সুপারের বিরুদ্ধে চলতিবছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন চকরিয়া পৌরশহরে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা পরবর্তী পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি গাড়ী ভাংচুরের ঘটনায় প্রাথমিক তদন্তে সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে ওই ঘটনায় রুজুকৃত দুইটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই কামরুল ইসলাম গায়েবি জানাজার সংঘাতের দুইটি মামলায় আটক মাদরাসা সুপারকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে প্রেরণ করেন। মামলার শুনানি শেষে জামিন আবেদন নামন্জুর করে বিচারক আটক আসামিকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঠকের মতামত: