ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় প্রশাসনের সকল প্রস্তুতি সম্পূর্ণঃ কাল ৫ টি ইউনিয়নে নির্বাচন

মাহমুদুল হক বাবুল, উখিয়া ::ৃৃৃৃৃৃৃ

উখিয়ায় কাল শনিবার ৫ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্টিত হবে। সংশ্লিষ্ট প্রশাসন সুষ্ট নিরপক্ষ নির্বাচন করার লক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এ উপজেলায় ৫ টি ইউনিয়নে ৪৯ টি কেন্দ্রে ভোট গ্রহন করার জন্য ৪৯ জন প্রিজাইডিং অফিসার সহ ১ হাজার ৩ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসলু জানান, নিরপক্ষ নির্বাচনের লক্ষে ২৫০ জন পুলিশ, ১৬ জন র‌্যাব, ৫ প্লাটন বিজিবি ও প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এ উপজেলায় ১লক্ষ ১৮ হাজার ১৬ জন নারী পুরুষ ভোটার রয়েছে। উখিয়ার নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান, ৪৯ টি কেন্দ্রের মধ্যে ১৪ টি কেন্দ্র অধিক ঝুকিঁপূর্ণ। ঝুকিপূর্ণ কেন্দ্র গুলো হচ্ছে রাজাপালং মাদ্রাসা, হরিণমারা, তুতুরবিল, খয়রাতি পাড়া, উত্তর পুকুরিয়, পালংখালী ইউনিয়নের ফারিরবিল মাদ্রাসা কেন্দ্র, বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। হলদিয়াপালং ইউনিয়নের রূমখাঁ মাদ্রাসা, মহাজন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। রতœাপালং ইউনিয়নে আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রতœাপালং উচ্চ বিদ্যালয়। জালিয়াপালং ইউনিয়নের পন্যাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছেপটখালী ও মনখালী। এ ব্যাপারে জানতে চাইলে, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, আমি একটি মিটিংয়ে রয়েছি। যার ফলে ঝঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে ম্যাজেষ্ট্রট নিয়োগ করা হবে কিনা তা জানা যায়নি।

পাঠকের মতামত: