ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

রামু প্রেস ক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সোয়েব সাঈদ, রামু ::
নানা আনন্দায়োজনে রামু প্রেস ক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহষ্পতিবার, ৭ সেপ্টেম্বর এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সকাল ১১ টায় রামু প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালী রামু চৌমুহনী স্টেশনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন- রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।
বেলা ১২ টায় রামু উপজেলা পরিষদ মিলনাতয়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়–য়া। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আল, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া বুলু ও রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ।
রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম জাফর, এম আবদুল্লাহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য প্রসূন বড়ুয়া, হামিদুল হক, হাবিবুর রহমান সোহেল, আহমদ ছৈয়দ ফরমান, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, মিজানুল হক প্রমূখ।
সভায় বক্তারা বলেন- রামু উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে পরিচ্ছন্ন সাংবাদিকতায় রামু প্রেস ক্লাবের সদস্যরা অগ্রণি ভ‚মিকা পালন করছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে।
আলোচনা সভা শেষে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন- রামু প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। দুপুরে অতিথি ও প্রেস ক্লাবের সদস্যরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

পাঠকের মতামত: