ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওর ৬ ইউনিয়নের প্রার্থীরা শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত

14-300x168মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের আর মাত্র ১ দিন বাকী। কক্সবাজার সদর উপজেলার এ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নে শেষ মুহুর্তে এবার ৫৪টি ওয়ার্ডে ২৮০ জন সাধারণ সদস্য ও ৭৪ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে নবীণ-প্রবীনের লড়াই জমে উঠছে। কোমর বেঁধে মাঠে নেমেছে তারা। এ নিয়ে পাড়া-মহল্লার যুব-ছাত্র সমাজসহ সর্বশ্রেণীর লোকজনের মাঝে আশার আলো দেখা দিয়েছে। দিন বদলের সনদ বাস্তবায়ন তথা ডিজিটাল বাংলাদেশকে একধাপ এগিয়ে নিতে তরুণ প্রজন্মরাই আগামী ইউপি নির্বাচনী মাঠে হাল ধরতে যাচ্ছে। জানা যায়, বৃহত্তর ঈদগাঁওর ৫৪টি ওয়ার্ডে সম্ভাবনাময় মেধাবী তরুণরা প্রবীণদের ন্যায় এগিয়ে রয়েছে ভোটযুদ্ধে। কোন কোন এলাকায় নবীণদের ন্যায় প্রবীণরাও একধাপ এগিয়ে। এমনকি সাধারণ সদস্য নির্বাচনেও আ’লীগ তথা মূল দলের সাথে মাঠে অবস্থান করছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও মাঠ ছাড়তে নারাজ। আবার যে কোন মূল্যে সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে জয়যুক্ত হওয়ার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর পাশাপাশি নানামুখী প্রচার-প্রচারণার মাধ্যমে নির্বাচনী মাঠকে সরগরম করে তুলেছে। এমনকি গ্রামগঞ্জে এসব প্রার্থীদের পোস্টার, লিপলেট, ডিজিটাল ব্যানারসহ নানা প্রচারপত্র দিয়ে ভরপুর করে তুলেছে যেন ভোটারদের দৃষ্টি প্রতীকমুখী হয়। আবার এসবের পাশাপাশি প্রতিদিন সকাল পার হওয়ার পরপরই দুপুর থেকে গভীর রাত অবধি প্রার্থীদের মাইকিং যুদ্ধ চলছে হরদম। এছাড়াও তারা স্ব স্ব ওয়ার্ড কিংবা নির্বাচনী এলাকায় গ্রামের নারী-পুরুষ ভোটারদের সাথে নানা কৌশলে সময় দিচ্ছে। পাশাপাশি উঠান বৈঠক, বিভিন্ন ক্লাব সংগঠনের সাথে মত বিনিময়, মিছিলে লোকজন সমাগমের মাধ্যমে তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ মুহুর্তে। যেন কাঙ্খিত ফসল নিজ ঘরে তুলতে পারে। বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, প্রায় ওয়ার্ডে দ্বিমুখী, ত্রিমুখী ও চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গ্রামগঞ্জের ভোটার সূত্রে প্রকাশ। সব মিলিয়ে আসন্ন ইউপি নির্বাচনে এবার হয়ত বৃহত্তর এলাকার ৫৪টি ওয়ার্ডে নবীণ-প্রবীণের লড়াইয়ের মধ্যে কাদের গলায় জুটছে ফুলের মালা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পাড়া-মহল্লার সচেতন ভোটার সমাজের মাঝে। অপরদিকে পাড়া-মহল্লার সাধারণ ভোটারদের মতে, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।

###################

ঈদগাঁও কালিরছড়ার মনজুর অস্ত্রসহ গ্রেফতার

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

কক্সবাজার সদর উপজেলার কালিরছড়া এলাকার হত্যা মামলার আসামী বহু অপকর্মের নায়ক মনজুর আলম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ৩১ মে গভীর রাতে কালিরছড়া প্রাইমারী স্কুলের নিকটবর্তী এলাকা থেকে সে গ্রেফতার হয়। এ সংবাদে এলাকার লোকজনের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। সূত্রে প্রকাশ, ঈদগাঁও কালিরছড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামী বহু অপকর্মের খলনায়ক মনজুর আলম সম্প্রতি বিশাল বাহিনী গঠন করে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। ক্রমান্বয়ে তার সশস্ত্র বাহিনীর হাতে এলাকার লোকজন জিম্মি হয়ে পড়েছে। ঘটনার দিন একই এলাকার হারুনুর রশিদ চৌধুরীর বাগান থেকে গভীর রাতে মনজুরের নেতৃত্বে ২০/৩০ জনের সশস্ত্র বাহিনী শতাধিক বাগানের বনজ গাছ লুট করে। এসময় খবর পেয়ে ঈদগাঁও পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে তাকে ধারালো কিরিচসহ গ্রেফতার করে। তার গ্রেফতারের পর তার বাহিনীর লোকজন গা ঢাকা দিয়েছে বলে এলাকার লোকজন জানান। অন্যদিকে তার গ্রেফতারের খবরে সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করে। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী এসআই জাহাঙ্গীর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। উক্ত মনজুর আলম দীর্ঘদিন ধরে এলাকায় তার বাহিনী দিয়ে অসহায় লোকজনের বাগানের গাছ লুট, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে ভুক্তভোগীরা জানান। আদালতে রিমান্ডে নিলে অস্ত্র উদ্ধার ও তার বিভিন্ন অপকর্মের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানায় এলাকাবাসী।

পাঠকের মতামত: