ঢাকা,সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

রামুতে ৪৪০ নারীকে কর্মমুখি প্রশিক্ষণের মাধ্যমে স্বাভলম্বী করবে ইপসা

সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামুতে ৪৪০ জন নারীকে কর্মমুখি প্রশিক্ষণের মাধ্যমে স্বাভলম্বী করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। ইজ কম্পোনেন্টের মাধ্যমে এ সংস্থাটি ৪৪০ জন নারীকে আর্ন টু লার্ন এবং গ্রুপ ডিসকাশন সেশনের মাধ্যমে সচেতন করার পাশাপাশি তাদের বিভিন্ন ট্রেডের আওতায় প্রশিক্ষণ প্রদান করবে। এরফলে পিছিয়ে পড়া এসব নারী কর্মমূখি শিক্ষা অর্জনের মাধ্যমে স্বাভলম্বী হয়ে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে- হ্যান্ডিক্রাফট, কৃষি, গবাদি পশু লালন-পালন, নকশীকাঁথা, পোল্ট্রি ইত্যাদি।
রোহিঙ্গা সংকটে স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই এবং ব্যাপক সুরক্ষা কর্মসূচির আওতাধিন ইকোনমিক এন্ড সোশ্যাল এম্পাওয়ারমেন্ট (ইজ) প্রকল্পের স্টেকহোল্ডারদের সূচনা সভায় এসব তথ্য জানানো হয়।
বুধবার (২৪ মে) সকাল ১০টায় রামু উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর-এ আলম মজুমদার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা।
সভায় উপস্থিত ছিলেন- আইআরসি’র প্রতিনিধি দিলশাদ খানম। ইপসা রামু উপজেলা ব্যবস্থাপক সপ্তর্শী বড়ুয়ার সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ইপসার ডবিøউপিই ম্যানেজার জকি দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন- প্রজেক্ট কো-অর্ডিনেটর শমসের উদ্দিন মোস্তাফা।
সভায় জানানো হয়- রামু উপজেলায় ইকোনমিক এন্ড সোশ্যাল এম্পাওয়ারমেন্ট (ইজ) কার্যক্রমের আওতায় ইপসা আইআরসি’র সহায়তায় ২০২২ সালের আগস্ট থেকে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত প্রকল্পের কাজ চলমান থাকবে।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বেসরকারি সংস্থার কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইপসা রামু উপজেলা ব্যবস্থাপক সপ্তর্শী বড়ুয়া প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের সবার সহযোগিতা কামনা করেন।

 

পাঠকের মতামত: