ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রামুতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রামু প্রতিনিধি ::
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ মার্চ বিকাল ৪ টায় রামু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আসন্ন রামু উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. সালাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সালাহ উদ্দিন বলেন- বিশ^মন্দা সত্তে¡ও বাংলাদেশ অর্থনৈতিকভাবে দূর্বার গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের মহাসড়কে পুরো দেশ। গ্রামগুলো এখন পরিনত হয়েছে শহরে। যেখানে ইট ছিলোনা, সেসব সড়ক এখন পিচঢালা। বহুমুখি উন্নয়নের ছোঁয়ায় মানুষের জীবনযাত্রাও এখন উন্নত হয়েছে। সরকারের এমন উন্নয়ন কর্মকান্ডে দিশেহারা হয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশজুড়ে চালাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য। উন্নয়ন ও শান্তিকামী মানুষ এসব ষড়যন্ত্র কখনো সফল হতে দেবেনা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে বিএনপি-জামায়াতের এসব চক্রান্ত রুখে দিতে হবে।
যুবলীগ নেতা জয়নাল বাঙ্গালীর সঞ্চালনায় সমাবেশে রামু উপজেলার ১১টি ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ইসকান্দর মির্জা, মহি উদ্দিন সিকদার, ফরিদুল আলম, সাহাব উদ্দিন, কামাল উদ্দিন, শহিদুল আলম শহীদ, আজিজুল ইসলাম, জহির উদ্দিন, কামাল উদ্দিন মেম্বার, গুলজার বেগম মেম্বার, গিয়াস উদ্দিন জিকু প্রমূখ। সমাবেশে রামু উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক যুবলীগের নেতাকর্মী অংশগ্রহন করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বিকাল ৫ টায় রামু উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আসন্ন রামু উপজেলা যুবলীগের সম্মেলন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রামু উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় যুবলীগের উপজেলা, ইউনিয়নসহ তৃণমূল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় নেতৃবৃন্দ আগামী ১৩ মার্চ রামু উপজেলা যুবলীগের সম্মেলনে সর্বস্তুরের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত: