ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পাহাড় নিধন ও বনায়ন ধ্বংস রোধে জরুরী সভা পেকুয়ায়

 পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে পাহাড়ী অঞ্চল কাটা রোধ এবং বনায়নের সৌন্দর্য ধ্বংস রোধের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের উদ্যোগে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া পান বাজারে এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। বনায়ন সদস্য শামসুদ্দীন আহমদের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।

সভায় বক্তব্য দেন শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোছাইন,শিলখালী বনবিট কর্মকর্তা আমির হোসাইন গজনবী,শিলখালী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বেলাল উদ্দিন আহমদ,ইউপি সদস্য জাফর আলম,আহমদ শফি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবুল কালাম,আবু ছিদ্দিক,আ’লীগ নেতা জয়নাল আবেদীনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা বলেন, পাহাড় ও বনভূমি রক্ষায় আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই অপরাধীদের রুখে দেয়া সম্ভব হবে।

পাঠকের মতামত: