ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু।

আনোয়ার হোছাইন ঈদগাঁও ::
কক্সবরের ঈদগাঁও উপজেলায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণরা হল দেলোয়ার হোসাইন সাঈদী ও অপরজন হল নুরুল আজিম।দুজনেই একই এলাকার।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সোয়া ৭ টার দিকে মহাসড়কের ঈদগাঁও গরু বাজারস্থ মেহেরঘোনা সেতু অংশে মোটরসাইকেল ও কভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এ দুই মোটরসাইকেল আরোহী।নিহতদের মধ্যে নুরুল আজিম ঈদগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চাঁন্দেরঘোনার মৃত আব্দু সামাদের ছেলে এবং অপর নিহত দেলোয়ার হেসেন সাঈদী হল একই এলাকার আবুল হোসাইনের ছেলে। সংশ্লিষ্ট প্রশাসন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে।
নিহতদের এলাকার সাংবাদিক মিছবাহ উদ্দীন তাদের পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত দুই তরণের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ দাফনের প্রস্তুতি চলছে। একই সাথে এ দুই তরুণের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, বিগত ৬ ফেব্রুয়ারী ঈদগাঁও উপজেলার নতুন অফিসেও মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারান সাঈদী নামের অপর কলেজ পড়ুয়া তরুণ।

পাঠকের মতামত: