ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আজকের মেধাবীদের সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মানে এগিয়ে আসতে হবে -কক্সবাজার জেলা ছাত্রশিবির

01-18-768x490প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি সালাহউদ্দিন মাহমুদ বলেছেন, আজকের মেধাবীদের সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে নৈতিকতার মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি কৃতী শিক্ষার্থীদের স্বপ্নচারি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশকে যতোই মেধা শূণ্য করার ষড়যন্ত্র হোকনা কেন; কোনদিনও এদেশ সেই শূণ্যতার প্রয়োজনীয়তা অনুভব করবেনা। যার প্রমাণ আজকের এসএসসি ও দাখিলে কৃতীত্বের স্বাক্ষর রাখা জিপিএ-৫প্রাপ্তসহ মেধাবী শিক্ষার্থীরা। তিনি বলেন- জাতি আজ একটা অভাবের চরম প্রয়োজনীয়তা অনুভব করছে, সেটি হলো আল্লাহভীতি সম্পন্ন একজন আদর্শ মানুষের। সেই আদর্শ মানুষ গড়ার, নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইসলামী ছাত্রশিবির। এ সংগঠন তার সাংগঠনিক আদর্শিক দৃষ্টিকোন থেকে কোন সময়ের জন্য পিছপা ছিলনা। আল্লাহর নির্দেশিত ও রাসুল (সঃ) প্রদর্শিত জীবন বিধান বাস্তবায়নই এ দ্বীনি কাফেলার লক্ষ্য-উদ্দেশ্য। তিনি মেধাবী শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের পতাকা তলে সমবেত হয়ে পড়ালেখার পাশাপাশি নিজেদেরকে নৈতিকতা সম্পন্ন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে আগামীর রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসার আহবান জানান। গতকাল শুক্রবার ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২০১৬সালে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্তসহ মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সভাপতি মুহাম্মদ আজিজুর রহমানের 02সভাপতিত্বে ও সেক্রেটারি মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক সরওয়ার কামাল সিকদার, উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়াত উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি জননেতা আরিফুল কবির, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. শওকত আলী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মু. দিদারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মু. রিয়ানুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি মাহফুজুল করিম ও সাবেক ছাত্রনেতা ওমর আলী। অনুষ্ঠানে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মহেশখালী আইল্যান্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাঈমুল্লাহ শাওয়াল ও উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাহীন সরওয়ার সাঈম। এসময় কৃতী শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকা, ছাত্রশিবিরের জেলা ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জমকালো এ সংবর্ধনা অনুষ্ঠানে আহ্বানমূলক সংগীত পরিবেশন করেন পানজেরী শিল্পী গোষ্ঠী ও কক্সবাজার প্রবাল শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ।

 

পাঠকের মতামত: