ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া রামপুর খাল খননে চাষেল আওতায় আড়াই হাজার একর জমি, কৃষকের মুখে হাসি

এম জিয়াবুল হক, চকরিয়া :: মাতামুহুরী নদী লাগোয়া কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের সেই পুইড়নমারা শাখা খালটি পানি নিষ্কাশনের জন্য গতিপথ ফিরে পেতে যাচ্ছে। দুইযুগের বেশি সময় ধরে খালের দুইতীরের বেশিরভাগ অংশ সংকোচিত হয়ে পড়ার কারণে এতদিন খাল দিয়ে পানি চলাচলে অনেকটা বন্ধ ছিল । এতে সাহারবিল ইউনিয়ন ছাড়াও আশপাশের আরো কয়েকটি ইউনিয়নের হাজারো কৃষক প্রতিবছর শুস্ক মৌসুমে সেচ সুবিধা নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই অবস্থার কারণে সাহারবিল ইউনিয়ন ও পাশের এলাকার অন্তত আড়াই হাজার একর জমিতে শুস্ক মৌসুমে চাষাবাদ করতে পারেনি স্থানীয় প্রান্তিক কৃষকরা।

তবে আশার কথা হলো দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার অবসান ঘটিয়ে এবছর খালটি মাটি কেটে খনন কাজ করার কারণে পানি চলাচলের পথ সুগম হয়েছে। তাতে জমিতে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, একসময় সাহারবিলের পুইড়নমারা খালের সেচ সুবিধা নিয়ে এলাকার কৃষকেরা প্রতিবছর চাষাবাদ করতো। কিন্তু দীর্ঘ সময় ধরে শাখা খালটি শাসন সংরক্ষণের অভাবে কালেের পরিক্রমায় সংকোচিত হয়ে পড়ে। পরবর্তীতে খালটি দিয়ে আগের মতো মাতামুহুরি নদী থেকে পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পানি সুবিধা বন্ধ থাকায় বছরের পর বছর এলাকার কৃষকেরা তাদের জমিতে সেচ সুবিধার অভাবে চাষাবাদ করতে পারেনি।

তিনি বলেন, সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকার স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি নিশ্চিত হয়ে আমি সরকারি বরাদ্দ নিশ্চিত হওয়ার আগে ব্যক্তিগত তহবিলের টাকায় কৃষকদের দুঃখখ্যাত সেই পুইড়নমারা শাখা খালটি খননের উদোগ নিয়েছি। এরই অংশ হিসেবে জানুয়ারি মাসের প্রথমসপ্তাহ থেকে দুইটি স্কেভেটর গাড়ি দিয়ে মাটি কেটে অপসারণপুর্বক সংকোচিত হয়ে পড়া শাখা খালটি এখন পানি চলাচলের গতিপথ সচল করেছি।

ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, ইতোমধ্যে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। তারপরে কাজ দেখতে এসেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার। পরিদর্শন শেষে সাংসদ আলহাজ জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান মহোদয় কথা দিয়েছেন, খাল খননের বিপরীতে সরকারি বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হবে। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অর্থবরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠাবেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, সাহারবিল ইউনিয়নের পুইড়নমারা খালের পাশ দিয়ে উমখালী রাস্তার মাথা থেকে কোরালখালী মাদরাসা পয়েন্টে চলে যাওয়া সড়কটি সরকারি বরাদ্দে ৬৬ লাখ টাকার বিপরীতে এইচিবিপি দ্বারা উন্নয়ন কাজও শুরু করেছেন। ইতোমধ্যে মাটি দিয়ে সড়কটি আগের চেয়ে অনেকাংশে উঁচু করা হয়েছে। শুক্রবার সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমার অভিভাবক কক্সবাজার ১ আসনের সাংসদ আলহাজ জাফর আলম। উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) আবু হাসনাত সরকার।

পাঠকের মতামত: