ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় শ্যমলী বাস থেকে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় কোদলের হাতলের ভেতরে পলিব্যাগে ঢুকিয়ে অভিনব কায়দায় পাচারকালে ১৭৫০ পিস ইয়াবা বড়িসহ মোঃ ইদ্রিছ মিয়া নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বনবিটের সামনে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রীবাহী শ্যমলী বাসে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ইদ্রিছ মিয়া কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং ৮, ব্লক নং ১৮ এর মৃত আলী জোহরের পুত্র।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক মাদক ব্যবসায়ী একজন রোহিঙ্গা। আটকের পর সে নিজের পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন নাম বলছে। তাই নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত: