ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে বন্যহাতির আক্রমনে একব্যক্তি নিহত

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমনে হাফেজ মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার ১৮ ডিসেম্বর গভীর রাতে বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফেরার পথে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আবাসন এলাকায় বন্য হাতির আক্রমনের শিকার হন তিনি। নিহত সাইফুল ইসলাম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগরস্থ সরকারি আবাসন এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।

চকরিয়া থানা পুলিশ জানান , ১৯ ডিসেম্বর সোমবার ভোরে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে কক্সবাজার উত্তর বন বিভাগের নলবিলা বিটের পাহাড় সংলগ্ন খালি জমিতে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে বনবিভাগের লোকজনকে খবর দেওয়া দেয়। পরে থানা পুলিশ ও বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস সাইদি জানান, ধারণা করা হচ্ছে, বাড়ির পাশ্ববর্তী বানিয়ারচরা স্টেশনে গতরাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরারপথে হাফেজ সাইফুল ইসলাম চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক সংলগ্ন নলবিলা বন বিটের সংরক্ষিত বনে অবস্থান করা হাতির আক্রমণে নিহত হয়েছেন ।

কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার নলবিলা বনবিটের স্টেশন কর্মকর্তা অবনি কুমার রায় বলেন, হাতির আক্রমনে সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: