উখিয়ায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে মারধর পূর্বক শ্লীতাহানীর চেষ্টা চালিয়েছে স্থানীয় দূর্বৃত্তরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বখতিয়ার মিয়ার স্ত্রী শামশুন্নহার বাদী হয়ে ৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, কক্সবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-সি,পি- ৪৬৬/১৬ইং। আদালত মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার ওসিকে মামলাটি তদন্ত পূর্বক বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। ঘটনাটি ঘটেছে ২৯ শে মার্চ ২০১৬ ইং তারিখে তার নিজ বাড়ীর পার্শ্ববর্তী ধান ক্ষেত এলাকায়।
জানা গেছে, উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা নামক এলাকার বখতিয়ার মিয়া বাড়ীতে না থাকার সুবাধে স্ত্রী শামশুন্নাহার তাদের ধান ক্ষেতের সেচে পানি সরবরাহ দিতে গেলে ওই সময় ধান ক্ষেত এলাকায় কেউ না থাকার সুযোগে একই এলাকার মোঃ ইসলামের ছেলে এলাকার চিহ্নিত লম্পট ও শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম ও নাছির উদ্দিন তাকে অনৈতিক প্রস্তাবদেন ওই সময় শামশুন্নাহার তাদের প্রস্তাবে রাজি না হলে তাকে বেদড়ক মারধর করে গুরুতর জখম অবস্থায়ী জোরপূবর্ক টানা হেছড়া করে মোটর ঘরে নিয়ে গিয়ে শ্লীতাহানীর চেষ্টা করে। এ সময় আহতের শৌর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে লম্পটদের কবল থেকে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন। মামলার বাদী শামশুন্নাহারের স্বামী প্রতিবেদককে অভিযোগ করে বলেন, আদালতের আশ্রয় নিলাম ন্যায়, সুষ্ট, ও নিরপেক্ষ বিচার পাওয়ার স্বার্থে। মামলাটি বিজ্ঞ আদালত থেকে তদন্তের জন্য উখিয়া থানায় আসলে মামলার তদন্তকারী কর্মকর্তা বিবাদীদের সাথে আতাঁত করে মামলাটি ভিন্নখ্যাতে প্রবাহিত করার পাশাপাশি আমাকে গ্রেপ্তারের হুমকি ধমকি দিচ্ছে। তাই আমি মামলাটি সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
পাঠকের মতামত: