ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দুর্গাপূজা উপলক্ষে রামু উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা

খালেদ হোসেন টাপু, রামু :: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদেরকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন,রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, রামু সার্বজনীন কালী মন্দিরের পুরোহিত সুবির ব্রাহ্মণ চৌধুরী বাদল, উপজেলা প্রকৌশলী এলজিইডি মঞ্জুরুল হাসান ভূঁইয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাবুল শর্মা, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম,রামু উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক সাধারন সম্পাদক সদ্বীপ শর্মা, বীর মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায়, রামু প্রেস ক্লাবের সভাপতি খালেদ হোসেন টাপু, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা ও সভাপতি প্রকাশ সিকদার, সাধারণ সম্পাদক উত্তম দেওয়ানজী জনি, হিন্দু মহাজোট রামু উপজেলা শাখার সভাপতি সূজন চক্রবর্তীসহ ইসলামী ফাউন্ডেশন, আনসার, বিজিবি, ফায়ার সার্ভিস প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা জোরদার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, যানজট নিরসনসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

পাঠকের মতামত: