ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে সিএনজির ধাক্কায় শিশু ও ঈদগড়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

nihotমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

কক্সবাজারের ঈদগড়ে মসজিদের মাটিকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় এক যুবক নিহত হয়েছে। ২০ মে রাতে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, ঈদগড় হাসনাকাটা জামে মসজিদের মাটিকাটাকে কেন্দ্র করে স্থানীয় আমানুল হক ও আলী আকবর গং এর মধ্যে বেশ কয়েকদিন যাবৎ তর্কাতর্কী চলে আসছিল। জুমার দিন আমানুল হক তার দু’ভাই জিয়াবুল হক ও সাইফুল হক সহ উক্ত মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আলী আকবর গং তাদের উপর অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন ভাই আহত হলে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমানুল হকের অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মসজিদ পরিচালনা নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কয়েকদিন উত্তেজনা চলছিল। নিহত যুবক হাসনাকাটা মো. আবদুল্লাহর পুত্র। হামলাকারীদের মুলহুতা আলী আকবর একই এলাকার মকতোল হোসেনের পুত্র।

===================

ঈদগাঁওতে সিএনজির ধাক্কায় শিশু নিহত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

ঈদগাঁওতে সিএনজির ধাক্কায় আহত শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২১ মে ৩টার দিকে একটি সিএনজি গাড়ি শিশুটিকে স্বজোরে ধাক্কা দেয়। উন্নয়ত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে কর্ণফুলি নতুন ব্রীজ এলাকায় তার মৃত্যু হয়। ঘটনার বিবরণে প্রকাশ, সদর উপজেলার পূর্ব পোকখালী ছড়াকাঁচা এলাকার নুরুল হুদার মেয়ে আর্জিনা আক্তার তার শিশু পুত্র সোহাইল মণি (৪) কে নিয়ে সৌদিআরবে অবস্থানরত তার ননদের জন্য কাপড় কিনতে কক্সবাজার যাচ্ছিলেন। ঈদগাঁও বাসষ্টেশনে পৌছুঁলে একটি সিএনজি শিশুটিকে স্বজোরে ধাক্কা দেয়। আশংকাজনক অবস্থায় ঐ শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওযার সময় কর্ণফুলি ব্রীজ এলাকায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন। নিহত সোহাইল মণি পূর্ব বোয়ালখালীর সৌদি প্রবাসী কলিম উল্লাহর পুত্র। এ ঘটনায় সংশ্লিষ্টদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। রাতে এ রিপোর্ট লিখার সময় নিহতের লাশ বাড়ীতে পৌছায়নি।

পাঠকের মতামত: