ঢাকা,শনিবার, ৪ মে ২০২৪

জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের এমপির সাংগঠনিক আদেশ

চকরিয়া-পেকুয়া জাতীয়পাটির সকল পদ-পদবি সাংগঠনিক কার্যক্রম থেকে সামসুলকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পাটির (এরশাদ) সাংগঠনিক কার্যক্রম ও সংগঠনের সকল পদ-পদবি থেকে সামসুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের এমপি স্বাক্ষরিত সাংগঠনিক আদেশপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার-১ আসনের সাবেক সাংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, জেলা কমিটির সদস্য সামসুল আলম বেশ কিছুদিন ধরে নিজেকে সংসদ সদস্য প্রার্থী দাবি করে চকরিয়া-পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলার অধীন বিভিন্ন এলাকায় জাতীয় পাটির ব্যানারে মিটিং বৈঠক চালিয়ে আসছিলো। যদিও জেলা-উপজেলা জাতীয় পাটির অনুমোদন অনুমতি ছাড়াই এইধরণের সভা করা সাংগঠনিকভাবে বেআইনী।
এধরণের কর্মকাণ্ডের কারণে জাতীয় পাটির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরী হয়েছে। তাই সংগঠনের শৃঙ্খলভঙ্গের অপরাধে জাতীয় পাটির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের এমপি স্বাক্ষরিত সাংগঠনিক আদেশ মতে ২৭ জুলাই ২০২২ থেকে সামসুল আলমকে জাতীয় পাটির সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাটির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা অনুযায়ী এই সিদ্বান্ত নেওয়া হয়েছে।

পাঠকের মতামত: