ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ভোটে ভাতিজার হার, স্ট্রোকে মৃত্যু চাচার

মহেশখালী প্রতিনিধি ::  ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে ভাতিজার পরাজয়ের গ্লানি সইতে না পেরে স্ট্রোক করে চাচার মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম গোলাল হোসেন টুইন্ন্যা (৬৫)। তিনি ৭ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল মার্কার মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের চাচা। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে জাহাঙ্গীর তার প্রতিদ্বন্দ্বীর কাছে ১০৮ ভোটের ব্যবধানে হেরে যান।

পরাজিত প্রার্থী ভাতিজা জাহাঙ্গীর আলম জানান, চাচা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি খুব করে চেয়েছিলেন যেন আমি জিতি। ভোট গ্রহণের শেষের দিকে ১০ প্রতিদ্বন্দ্বীর কাছে আমার অবস্থা ভালো নয় যেন তিনি ভেঙে পড়েন। ফলাফল প্রকাশিত হলে দেখা যায় আমার প্রতিদ্বন্দ্বী শফিউল আলম ৮৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। আমি পাই ৭৮০ ভোট। পরাজয়ের গ্লানি সইতে না পেরে ভোটের দিন (বুধবার) রাত সাড়ে ৯টায় স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। আমার জন্য তার এমন মৃত্যু খুব কষ্ট দিচ্ছে।

পাঠকের মতামত: