ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মাদক বিক্রেতার হামলায় ৩ পুলিশ সদস্য আহত পেকুয়ায়

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়ায় মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন ও কনস্টেবল আল আমিন।

বুধবার (৮ জুন) রাত ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠাণ্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, চিহ্নিত মাদকবিক্রেতা শাহ আলমকে ধরতে পুলিশ তার বাড়িতে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র সহকারে পুলিশ সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারের মাথায় গুরুতর জখম হয়। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুজিবুর রহমান বলেন, ‘ভারি বস্তুর আঘাতে পুলিশ পরিদর্শক কানন সরকারের মাথা ফেটে গেছে। পুলিশের অপর দুই সদস্যের শরীরে মারধরের জখম রয়েছে।’

এ ব্যাপারে কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম চকরিয়া নিউজকে বলেন, ‘পুলিশ সদস্যদের ওপর হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

পাঠকের মতামত: