ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কালারমারছড়া ও বড় মহেশখালীতে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীসহ ৫ জন বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তি :: দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় মহেশখালী উপজেলা আ’লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশা, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল নিশান, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালমান, উপজেলা শ্রমিক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদু শুক্কুর ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আক্তারুজ্জাভান বাবু সহ চারজনকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত: