ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এবার ফেরিওয়ালার হান্ডী-পাতিলের ভেতর ইয়াবা, আটক-২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে এবার ফেরীওয়ালা ছদ্মবেশে ইয়াবা পাচার করতে গিয়ে হান্ডী – পাতীলের ভেতর থেকে বিপুল পরিমানের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় সিএনজির চালকসহ ২ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। ১৭ মে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোষ্টে দায়িত্বরত হাবিলদার মোঃ নওশের আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এঅভিযান পরিচালনা করেন। এ অভিযানে ১১ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় তাদের ব্যবহৃত ২ টি মোবাইল ও হান্ডি- পাতিলগুলো জব্দ করা হয়েছে। অবৈধ মাদক বাহনের দায়ে সিএনজি গাড়ীটি জব্দ করা হয়েছে।
উদ্ধার ইয়াবা ও সিএনজিসহ জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩৮ লক্ষ ১০ টাকা। আটক আসামিদ্বয় হচ্ছে- শরীয়তপুর জেলার জাজিরা থানার বড় গোপালপুর এলাকার জয়নাল শেখের ছেলে মোঃ সাদ্দাম হোসেন, অপর আসামি সিএনজি চালক টেকনাফের সাবরাং এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আহম্মদ হোসেন (৩২)। আটক আসামিদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চত করেছেন।

পাঠকের মতামত: