ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টেকনাফে সাংবাদিক নির্যাতনের ঘটনায় পেকুয়ায় প্রতিবাদ সভায় বক্তারা তিন দিনের মধ্যে হামলাকালীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে’

aaaaaমুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :::

কক্সবাজারের টেকনাফে গত কয়েক দিন পূর্বে পেশাগত দায়িত্ব পালনকালে টেলিভিশনের ছয় সাংবাদিকের উপর ন্যাক্করজনক হামলার ঘটনার প্রতিবাদে পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। আজ ১৬ মে সকাল সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহুনী চত্বরে সাংবাদিক এফ এম সুমনের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, সাংবাদিক দিদারুল করিম, পেকুয় উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর, সাংবাদিক গিয়াস উদ্দিন, ছগির আহমদ আজগরী, এম, কে নাজিম উদ্দিন, মো. ফারুক, মো. জুবাইদ, মো. ইমরান। এছাড়াও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মানবাধিকার সংগঠন আসকের পেকুয়া উপজেলা সমন্বয়কারী মো. আলা উদ্দিন, পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতা এম. জকরিয়া, ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ, মো. এনাম প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, টেকনাফে ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টো বাহিনী কর্তৃক ৬ সাংবাদিকের উপর হামলার ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। সাংবাদিকদের উপর হামলাকারীরা যতই প্রভাবশালী হউক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ইয়াবা ব্যবসায়ী ভূট্টোর শিকড় উপড়ে ফেলতে হবে। বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, আগামী তিন দিনের মধ্যে টেকনাফে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে হরতালের মতো কঠোর কর্মসূচী দেওয়া হবে। বক্তারা বলেন, টেকনাফে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এখন পুরো দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। সাংবাদিক সমাজ ফুঁেস উঠেছে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসন হামলাকালীদের গ্রেফতার করতে না পারার বিষয়টি রহস্যজনক। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করায় টেকনাফ থানার ওসি আবদুল মজিদের দ্রুত অপসারণ দাবী করেছেন।

পাঠকের মতামত: