ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জেলা ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন কলাতলী ক্রিকেট ক্লাব, রানার আপ ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ

সংবাদ বিজ্ঞপ্তি :: বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মূখর পরিবেশে কক্সবাজার জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২২, সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলাতলী ক্রিকেট ক্লাব,রানার আপ হয়েছে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ।

১৯ জানুয়ারি সকাল থেকে কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে লীগের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী কলাতলী ক্রিকেট ক্লাবকে চ্যাম্পিয়ন এবং লীগের দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘকে রানার্স-আপ ঘোষণা করা হয়। ম্যান অপ দ্যা সিরিজ ক্রেস্ট অধিকার করে নেন ন্যাশনাল কক্স এর জুনাইদ, ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কলাতলী ক্রিকেট ক্লাবের ওয়াহিদ ও ন্যাশনাল কক্স এর জুনাইদ। বেস্ট ব্যাট্স ম্যান নির্বাচিত হন বদরমোকাম স্পোর্টিং ক্লবের শাহাজাহান সম্রাট, বেস্ট বোলার নির্বাচিত হন কলাতলী ক্রিকেট ক্লাবের কামাল, বেস্ট উইকেট কিপার নির্বাচিত হন চকরিয়া মুক্তিযোদ্ধা ক্লাবের হাবিব। ফেয়ার প্লে এ্যাওয়ার্ড নির্বাচিত হয় বৃহত্তর নুনিয়াছড়া ক্রিকেট একাদশ। বিকাল ৩টায় বীরশ্র্ষ্ঠে রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু তাহের, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবছার উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, অধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অত্র ক্রিকেট লীগের স্পনসর যথাক্রমে হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-২, স্বত্ত্বাধিকারী, হাবিবা এন্টারপ্রাইজ ও নাছির ট্রেডার্স খোরশেদ আলম রাজা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, এ সময় তিনি এই লীগের সফল সমাপ্তিতে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলা ক্রীড়া সংস্থা আগামীতেও অন্যান্য ক্রীড়া আয়োজনের পাশাপাশি ধারাবাহিক ভাবে ক্রিকেট লীগ আয়োজন করবে। তিনি এই আয়োজনে স্পনসর যথাক্রমে হেলাল উদ্দিন কবির, খোরশেদ আলম রাজা, নাছির উদ্দিনকে ধন্যবাদ জানান এবং আগামীতেও পাশে থাকার আহবান জানান। আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন-প্রায় ৩০০জন খেলোয়াড় এই লীগে অংশগ্রহণ করে, এই ধরনের আয়োজন আরও বেশি বেশি করা হবে যাতে করে ভাল খেলোয়াড় তৈরি হয়। আগামীতে ঞ-২০ ক্রিকেট টুর্ণামেন্ট, ভলিবল লীগ সহ আরও বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে ব্যক্ত করেন। পরে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ ক্লাবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহিনুল হক মার্শাল, কোষাধ্যক্ষ একেএম রাশেদ হোছাইন নান্নু, ডিএসএ নির্বাহী সদস্য যথাক্রমে হারুন অর রশিদ, পরেশ কান্তি দে, এম. জাহেদ উল্লাহ, এম. আর. মাহাবু, রতন দাশ, ইসতিয়াগ আহমেদ জয়, আলীরেজা তসলীম, আজমল হুদা, ওমর ফারুক ফরহাদ, আশরাফুল আজিজ সুজন, খালেদা জেসমিন, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ সদস্য আবছার করিম, আবছার কামাল, তপন দাশ, সরওয়ার রোমন, ওয়াহিদ মুরাদ সুমন, জিয়া উদ্দিন তমাল, সুবীর বড়ুয়া বুলু, আরিফ উদ্দিন, রমজান আলী সিকদার, শাহিনা আক্তার পাখি ও ক্লাবের কোচ-কর্মকর্তাগণ।

পাঠকের মতামত: