ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামু উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠিত

সোয়েব সাঈদ, রামু ::
রামু উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নেতৃত্বশীল সংগঠন রামু উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আবারো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ২বার নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো।
৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, সহ সাধারণ সম্পাদক রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম, অর্থ সম্পাদক জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, সদস্য- কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইসমাইল মো: নোমান, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী।
বুধবার, ২৯ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমিতির নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে রামু উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির নতুন কমিটিতে চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার সভাপতি এবং সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

পাঠকের মতামত: