ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া ও মহেশখালী পৌরসভার মেয়র, কাউন্সিলরদের শপথ মঙ্গলবার

নিউজ ডেস্ক :: কক্সবাজারের চকরিয়া পৌরসভা ও মহেশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শপথ কাল মঙ্গলবার ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বেলা ১২ টায় চকরিয়া পৌরসভার এবং সাড়ে ১২ টায় মহেশখালী পৌরসভার নির্বাচিতদের চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে শপথ করানো হবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি নির্বাচিতদের শপথ করাবেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন গত ৩ অক্টোবর কক্সবাজারের জেলা প্রশাসক ও ফেনী জেলা প্রশাসকের কাছে প্রেরিত এক পত্রে এ তথ্য জানিয়েছেন। একইদিন ফেনী জেলার সোনাগাজী পৌরসভার নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৬ সেপ্টেম্বর চকরিয়া ও মহেশখালী পৌরসভায় নব নির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গেজেট প্রকাশিত হয়।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া পৌরসভা ও মহেশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চকরিয়া পৌরসভায় আলমগীর চৌধুরী এবং মহেশখালী পৌরসভায় মোঃ মকছুদ মিয়া পূণরায় মেয়র নির্বাচিত হন।

পাঠকের মতামত: