ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

যুবলীগ নেতার মোটরসাইকেলে মিললো ১০ হাজার ইয়াবা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের আমতলী এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ জিসানকে (২৮) নামের যুব লীগের নেতাকে আটক করেছে বিজিবি।
সে ঘুমধুমের বেতবুনিয়া এলাকার এনামুল হকের ছেলে, ইউনিয়ন যুব লীগের সহ-সভাপতি এবং ছাত্রলীগের সাবেক সভাপতি।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহামেদ।
তিনি বলেন, মোটর সাইকেলে করে ইয়াবা পাচার করছে এমন সংবাদে অভিযান চালিয়ে জিসানকে আটক করা হয়েছে। পরে তার ব্যবহারের মোটর সাইকেল তল্লাসি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দার জানিয়েছে, জিসান দলীয় পরিচয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তার সঙ্গে দলের আরো কয়েকজন জড়িত। রয়েছে একটি সিন্ডিকেট।
তদন্ত করলে সবার নাম ঠিকানা বেরিয়ে আসবে বলে জানিয়েছে এলাকাবাসী।

পাঠকের মতামত: