ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

৬ কোটি ৩৯লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চকরিয়া উপজেলা প্রশাসনিক ভবন

এম.মনছুর আলম, চকরিয়া : 

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের আনুষ্টানিক ভাবে ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।২৬জুলাই( বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে উপজেলাপ্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় নতুন প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়। উক্ত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথিচকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এম এ। ভিত্তি প্রস্তর অনুষ্টান উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীনমুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন অনুষ্টানে এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যানগিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ মো: আতিক উল্লাহ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তা রনি সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের আহসান, চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো: মহিউদ্দিন, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, নুরকন্সট্রাকশন ঠিকাদারী প্রতিষ্টানের স্বত্তাধিকারী আনোয়ার হোসেন, ঠিকাদার মোক্তার আহমদ ও ঠিকাদার আবু মুছাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলাপরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, বর্তমান সরকার দেশের দৃশ্যমান সার্বিক উন্নয়নে বিশ্বাসী।বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কারণে দেশ আজ বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার উন্নয়নকর্মকান্ডে বিশ্বাসী বলে দেশ উন্নত সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাচ্ছে।সরকারের চলমান গৃহীত ধারাবাহিক বড় বড় মেগাপ্রকল্পের এ উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকলে অতি শিঘ্রই দেশ আত্মনির্ভর এবং উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশে রূপান্তিতহবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরকে উন্নয়নের মাধ্যমে নতুন অঙ্গিকে সাজাতে চাই। কোন একটি অংশ বাদ দিয়ে এ দেশ উন্নয়ন হতে পারে না বলে তিনি উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনকমপ্লেক্সের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও হলরুম  নতুন নির্মাণ কাজেরও উদ্যোগ নেন বলে তিনি জানান।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানাগেছে, চকরিয়া উপজেলা প্রশাসনিক ভবনকে আধুনিকায়ন মাধ্যমে নতুন রূপে সাজাতে ও কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণের উদ্যোগ নেয়স্থানীয় সরকার মন্ত্রনালয়। এরই আলোকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চকরিয়া উপজেলা দপ্তরের অধীনে ৬ কোটি ৩৯লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে চার তলা বিশিষ্ট উপজেলা প্রশাসনিক ভবন ও একতলা বিশিষ্ট ৫শত আসনের (অডিটোরিয়াম) হলরুম। উপজেলা সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও হলরুম কাজের মাধ্যমে দৃশ্যমান দেখতে পাবে নান্দনিক একটি উপজেলা প্রশাসন ভবন।##

পাঠকের মতামত: