ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

২মাস ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র জায়েদ

mail.google.comনিজস্ব প্রতিবেদক :::

২মাস ধরে নিখোঁজ রয়েছে কক্সবাজার শহরের আল মোস্তফা কিন্ডার গার্টেনের ছাত্র মোস্তফা বিন জায়েদ (১৫)। সে মহেশখালী পৌরসভার মৃত সিরাজুল মোস্তফার একমাত্র পুত্র। গত ১১ মার্চ মাদ্রাসা থেকে হারিয়ে যায় সে। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

তার মা খুরশিদা খানম জানান, ৭ বছর আগে বিদেশ থেকে আসার একদিনের মাথায় প্রবাসী স্বামী সিরাজুল মোস্তফা মারা যান। একমাত্র উপার্জনক্ষম স্বামী মারা যাওয়ায় দুই মেয়ে ও এক পুত্র সন্তানকে নিয়ে সংসার জীবনের অকূল সাগরে পড়ে যায় খুরশিদা। নিজের সামর্থ্য না থাকায় ছোট সন্তান জায়েদকে কক্সবাজার শহরের আল মোস্তাফা কিন্ডার গার্টেন এতিম খানায় তুলে দেন। সেখানে থেকে হাফেজ প্রায় পূর্ণ হতে চলেছিল তার। কিন্তু এর মধ্যে গত ১১মার্চ মাদ্রাসায় অধ্যায়নরত অবস্থা থেকে হারিয়ে যায় জায়েদ। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। ছেলেকে খোঁজ নিতে গিয়ে নি:স্ব হয়ে গেছেন বিধবা খুরশিদা। থানায় ডায়রীসহ নানা চেষ্টা করেও কোন কাজ হয়নি। ২ মাসেও একমাত্র ছেলের কোন সন্ধান পাওয়ায় কাঁদতে কাঁদতে অসহায় গেছেন তিনি। হারিয়ে যাওয়ার সময় জায়েদের গায়ে লাল পাঞ্জাবি ছিল। কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে দয়া করে ০১৮৭৮-১০৫৪৮৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে।

পাঠকের মতামত: