ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

‘স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা’র সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি:: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশু জন্মের হার দিনদিন বেড়েই চলেছে। এটি বাংলাদেশের জন্য তেমন ভাল খবর নয়। তাই দ্রুত পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণ বিষয়ে আরো বেশি সচেতনতা তৈরীর উপর গুরুত্বারূপ করতে গণমাধ্যম এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে এবং ইউএসএআইডি উজ্জীবন প্রকল্পের কারিগরি সহযোগিতায় ‘স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা’র সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সালিম সামাদ, বিএফইউজে’র সহ-সভাপতি জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মাহাসচিব খায়রুজ্জামান কামাল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, উজ্জীবনের আউটরীচ ম্যানেজার এএফএম ইকবাল, সেভ দ্যা সিলড্রেন এর প্রকল্প পরিচালক বেলাল উদ্দীন, এনজিও লাইট হাউজ এর প্রধান নির্বাহী হারুনর রশিদ। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কক্সবাজার জেলা শহরে কর্মরত প্রায় ৩০জন সাংবাদিক প্রধান অতিথির কাছ থেকে সদনপত্র গ্রহন করেন।

13

পাঠকের মতামত: