ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সোনাদিয়ার নাগু মেম্বার নিহত

13576490_484562768415329_1607369954_n-640x853আতিকুর রহমান মানিক, কক্সবাজার :::

মহেশখালী সোনাদিয়ার আব্দুল গফুর প্রকাশ নাগু মেম্বার সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১০ টায় সোনাদিয়া পূর্ব পাড়া জামে মসজিদের বারান্দায় বন্দুকধারীরা তার উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবীর নামাজ শেষে বের হওয়ার সময় অস্ত্রধারী দুস্কৃতিকারীরা নাগু মেম্বারকে কাছ থেকে প্রথমে বুকে গুলী করে ও গুলী খেয়ে মসজিদের দরজায় পড়ে যাওয়ার পর ধারালো কিরিচ দিয়ে তার মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। আহত নাগু মেম্বারকে রাত বারটায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কুতুবজুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিবিএন’কে বলেন এ ব্যাপারে খবরাখবর নেয়া হচ্ছে।  মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক সিবিএন’কে বলেন, গুলিবর্ষনের ঘটনা শুনে সোনাদিয়ায় যাওয়ার জন্য পুলিশ ফোর্স রওয়ানা দিয়েছে, তবে সাগর উত্তাল থাকায় পৌঁছতে দেরী হচ্ছে। উল্লেখ্য কুতুবজোম ইউনিয়নের ২ নং ওয়ার্ড (সোনাদিয়া) থেকে পরপর চারবার মেম্বার নির্বাচিত হয়েছিলেন আব্দুল গফুর প্রকাশ নাগু।

পাঠকের মতামত: