ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ব্রেন স্ট্রোকে আক্রান্ত আবদুর রহমানকে

সুন্দর পৃথিবীতে বাঁচতে মানবিক মানুষগুলো এগিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নামার চিরিঙ্গা গ্রামের বাসিন্দা আবদুর রহমান। যিনি বছর আগেও চকরিয়া পৌরশহরের চিরিংগা নিউ মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন। সুন্দর পৃথিবীতে তিনি এক কন্যা সন্তানের জনক। বিগত ৯ মাস আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সেইথেকে বিনয়ী ও ভদ্র স্বভাবের এই মানুষটি নিজবাড়িতে সয্যাশয়ী। পরিবার তাঁর সুচিকিৎসার জন্য সম্ভব সবধরণের চেষ্ঠা চালিয়ে ইতোমধ্যে যা সম্ভব ছিল সবই শেষ করে দিয়েছেন।

বর্তমানে আবদুর রহমান টাকার অভাবে আর ভালোমানের চিকিৎসা করতে পারছেনা। সেইজন্য তিনি ও তাঁর পরিবার সম্মাণিত সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র, কাউন্সিলর, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রবাসে অবস্থানরত চকরিয়া তথা কক্সবাজারবাসি এবং ও সমাজের বিত্তবান-দানশীল মানবিক মানুষগুলোর কাছে সুচিকিৎসার জন্য সাহায্যর আবেদন করেছেন। অন্তত তাঁর শিশু মেয়েটি যাতে বাবা ডাকতে পারে, এই পৃথিবীতে বাবা নামক বটবৃক্ষকে শিশুটি যাতে আগলে রাখতে সেইদিকে চেয়ে হলেও আমরা আপনারা সবাইকে তাঁর সুচিকিৎসায় একটু সহায়তার হাত বাঁিড়য়ে দিই।

মাহে রমজানের মহিমান্বিত এইদিনে পবিত্র হজ্জের ছাওয়াব হাসিল করি।

তাকে সাহায্য পাঠানোর ঠিকানা, মোবাইল নং ০১৮১৪২৭৩৪৫৫ বিকাশ নং পার্সোনাল।##

পাঠকের মতামত: