ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

“সীমারেখা” আনোয়ার হোছাইন বাপ্পি’ র কবিতা

সীমারেখা

আনোয়ার হোছাইন বাপ্পি

আমি আজ ক্লান্তবড়ই ক্লান্ত

দুঃখের দহণে হৃদয় ক্ষরণ অবিরত 

 চলাচল আজ সীমাবদ্ধ

দৃষ্টি আমার প্রশ্নবিদ্ধ,

করতে গেলে ঊনিশ বিশ

আর বলতে গেলেই যুদ্ধ 

 ভাবতে গেলেই ইমোশনাল

বুঝতে গেলেই ভূল,

বাস্তবেতে বিভীষিকাময়

কল্পনাতে ব্যাকুল 

 হাসতে গেলেই পাগল বলে

কাঁদতে গেলেই বোকা,

কেউতো এখন বলে না আর

কাদিসনে তুই খোকা ।

পাঠকের মতামত: