ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

সাড়ে ৫ হাজার ইয়াবাসহ তরুণী আটক

কক্সবাজার প্রতিনিধি ::  কক্সবাজারে পাচারকালে ৫ হাজার ৫শ ৩৫ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (১৮) নামে এক তরুণী আটক হয়েছে। শুক্রবার সকালে একটি সিএনজি টেক্সিযোগে টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার সময় মেরিন ড্রাইভের রেজুখালে বিজিবির হাতে সে ধরা পড়ে।

এসময় রাশেদা বেগম (৩৫) নামে আরেকজন সুকৌশলে পালিয়ে যায়। আটক রেহেনা টেকনাফের নয়াবাজার মিনাবাজার এলাকার মামুনুর রশীদের স্ত্রী।
কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল যৌথ চেকপোস্টে তল্লাশির সময় মাদক কারবারি রেহেনা বেগম ৫ হাজার ৫শ ৩৫ পিস ইয়াবাসহ ধরা পড়ে। সে গোপনাঙ্গের সাথে সুকৌশলে লুকিয়ে ইয়াবাগুলো পাচার করছিল।
এই ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক রেহেনাকে প্রধান আসামি এবং টেকনাফের নয়াপাড়ার ঝিমংখালী এলাকার মো. নূরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগমকে (৩৫) পলাতক আসামি করে রামু থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: