ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

সারা জীবন ‘কবর’ খুঁড়ে মোজাফফর নিজেই আজ কবরবাসী

শাহীন মাহমুদ রাসেল :: সারা জীবনই মৃত মানুষের জন্য তাদের শেষ ঠিকানা ‘কবর’ খুঁড়ে যিনি জীবনের শেষ সময় পর্যন্ত কাটিয়ে দিয়েছেন সেই মোজাফফর আহাম্মদ নামের মানুষটি আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খরুলিয়া কোনার পাড়া এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ৬০ বছর বয়সে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার বাদ আসর খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজার পর ওই কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সারা জীবন অন্যের বাড়িতে কাজ করার পাশাপাশি ‘কবর খুঁড়া’র মত একটি মহৎ কাজ করে গেছেন তিনি। কোথাও মানুষ মারা যাওয়ার খবর তার কানে আসলে শত ব্যস্ততা রেখে ছুটে যেতো কবর খুঁড়তে। এভাবে সারা জীবন ধরে স্বেচ্ছাশ্রমে কবর খুঁড়ে গেলেও এই কাজের জন্য নেয়নি কোন পারিশ্রমিক।

একদিকে এই মহৎ কাজটি করার জন্য যেমন অনেকের অযাচিত মন্তব্য, ঠাট্টা মসকারা ও ট্রলের শিকার হয়েছেন। অন্যদিকে এই কাজের জন্য বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের কাছ থেকে পেয়েছেন সম্মাননা স্মারকও।

পাঠকের মতামত: