ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের র‍্যাংকিং

সামরিক শক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, এগিয়েছে বাংলাদেশ

 

আন্তর্জাতিক ডেস্ক ::  ২০২১ সালের সামরিক শক্তি র‍্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এই র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্নে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। তবে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম, যা ২০২০ সালে ছিল ৪৬তম। এছাড়া এই তালিকায় পাকিস্তান ও আরব আমিরাতের ব্যাপক উন্নতি হয়েছে।

বিশ্বের ১৩৮টি দেশ নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘২০২১ মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তৈরি করেছে। এতে ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশের শক্তিসূচক ০.৭৪৯৭।

জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

সামরিক শক্তিতে শীর্ষ ১০ দেশ
১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮, যুক্তরাজ্য ৯. ব্রাজিল ও ১০. পাকিস্তান।

 

পাঠকের মতামত: