চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ৪০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী তৌহিদুল আলম অবশেষে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ১৪ জুন রাত সাড়ে ৯টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গোলদীঘি পূর্বপাড়স্থ নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে, শহরের গোলদীঘি পূর্বপাড়স্থ বদিউল আলমের ছেলে ও মডেল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি তৌহিদুল আলমের বিরুদ্ধে গত ২০১০ সালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-৪ এ শহরের বার্মিজ স্কুল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ সিকদারের ছেলে বদিউল আলম বাদী হয়ে চেকপ্রতারণা মামলা নং-সিআর ৬৮১/১০ দায়ের করেন।
পরবর্তীতে দায়েরকৃত মামলায় (নং এসটি ৬৬/১৩) গত ২০১৪ সালের ২৮ আগষ্ট কক্সবাজার দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদার এক রায়ে দি নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় ওই তৌহিদুল আলমকে দুষিসাব্যস্ত করে এক বছরের কারাদন্ড ও ৪০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
পুলিশ আরো জানায়, রায় ঘোষণার পর থেকে সাজাপ্রাপ্ত আসামী তৌহিদুল আলম পলাতক ছিল।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর মডেল থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোলদীঘিরপূর্ব পাড়স্থ তৌহিদুল আলমের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআই আল আমিন জানিয়েছেন, পলাতক আসামী তৌহিদুল আলমের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি চেকপ্রতারণা মামলায় সাজা রয়েছে। এগুলো অনুসন্ধান করা হচ্ছে।
পাঠকের মতামত: