ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক মোনায়েম খান স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক ::
আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় সিনিয়র সাংবাদিক আব্দুল মোনায়েম খান স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এই অনুষ্ঠানের আয়োজন করছে। ওই দিন স্মরণ সভা ছাড়াও খতমে কোরআনও অনুষ্টিত হবে।
সাংবাদিক মোনায়েম খান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। করোনা পরিস্তিতির কারণে দীর্ঘ বিরতির পর সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার তার স্মরণে ও আত্মার মাগফেরাত কামনায় উক্ত কর্মসূচী গ্রহণ করেছে।
করোনা পরবর্তী পর্যালোচনা ও করণীয় সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর কার্যনির্বাহী কমিটি এই কর্মসূচী ঘোষণা দিয়েছে।
এই কর্মসূচীতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে সাংবাদিক আব্দুল মোনায়েম খানের আত্মার মাগফেরাত কামনা এবং সাংবাদিকতা জগতে তার অবদান নিয়ে আলোচনায় অংশনেয়ার সবিনয় অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেন।

পাঠকের মতামত: