ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর প্রথম মৃত্যু বার্ষিকী আজ

চকরিয়া নিউজ ডেস্ক ::
চকরিয়ার  কৃতিসন্তান ও জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাবের সাবেক কক্সবাজার জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর ১ম মৃত্যু বার্ষিকী আজ।
দীর্ঘদিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে গত বছর ২১ ডিসেম্বরের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মরহুম জাকের উল্লাহ চকোরী প্রায় ৪০ বছর ধরে সাংবাাদিকতায় জড়িত ছিলেন।

ওই দিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বিকাল আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাকের উল্লাহ চকোরী চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচরের বাসিন্দা মরহুম মাওলানা আবদুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মৃত্যুর আগপর্যন্ত প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

পারিবারিক আয়োজন ছাড়াও চকরিয়া প্রেসক্লাব, চকরিয়া নিউজ  সম্পাদনা পরিয়দ ও সাংবাদিক কল্যাণ সমিতি সাংবাদিক চকোরীর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে।

 

পাঠকের মতামত: