ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে দিশেহারা সাংবাদিক রাজ্জাক

বার্তা পরিবেশক :
মেঘনা নিউজ ডট কমের কক্সবাজার জেলার ব্যুরো প্রধান ও দৈনিক জনকণ্ঠ,দৈনিক পূর্বকোণ ও দৈনিক আজকের কক্সবাজার মহেশখালী উপজেলা প্রতিনধি মহেশখালীর প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাক গত ১৬ এপ্রিল মানবপাচারকারী নুরুল আলম ও সশস্ত্র লাঠিয়াল বাহিনীর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত করেও তারা ক্ষান্ত না হয়ে গত ২১ এপ্রিল দুপুরে উক্ত চক্রটি তার মহেশখালী পৌরসভার গোরকঘাট চরপা—া, ৯ নং ওয়ার্ডের ইসলাম মঞ্জিলের বাড়ির নীচ তলার নিউজ রুমের দুটি তালা ভেঙ্গে অনধিকার ভাবে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালিয়ে আমার আলমারীর তালা ভেঙ্গে আলমারীতে রক্ষিত নগদ দেড় লক্ষ টাকা,একটি ডি,এস,এল,আর ক্যামেরা যাহার ম—েল নং কিক্কনÑ৩৩০০,যাহার মুল্য ত্রিশ হাজার টাকা,পাচঁ ভরি ওজনের র্স্বলালংকার, তিনটি ব্যাংক একাউন্টের চেক বহি। যাহার হিসাব নং ১৬৫,ইসলামিয়া ব্যাংক মহেশখালী শাখা ,ডাচ বাংলা ব্যাংক,কক্সবাজার শাখা,যাহার হিসাব নং ১৪৫-১৫১-০০২৩৮২৬ ও অগ্রানী ব্যাংক কক্সবাজার শাখা যাহার হিসাব নং ১৪৭৩৩, চেক বই,আমার ১৯৯৬ ইংরেজী সালের দৈনিক বাংলাবাজার পত্রিকার মহেশখালী উপজেলা প্রতিনিধি হিসেবে দেয়া নিয়োগপত্র,১৯৯৮ ইংরেজী সালের দৈনিক মানবজমিন পত্রিকার নিয়োগপত্র সহ সকল সাংবাদিকতার সকল সনদ পত্র, বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে দেয়া পর্যবেক্ষক র্কা—,মূল্যবান দালিলাদি,লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন ক্রোকারেজ,আমার ব্যবহারিহৃত প্রায় দে— লক্ষ টাকা মূল্যের কাপ চোপ—,জুতা,কসমেটিকস সামগ্রী লেপ তোশকসহ ও তার ব্যবহ্নিত দু লক্ষ টাকা মূল্যের বিভিন্ন দামী ফার্নিসার যথা,একটি বড় জাহাজী আলমিরা,একটি বড় বক্সহাট.একটি বড় সেহুর গাছের তৈরী ওভার ড্রোপ,একটি আলনা,একটি চৌকেচ,একাট ড্রেসিং টেবিল,একটি ছয় চেঢার বিশিষ্ঠ ডাইনিং টেবিল,দুটি টেবিল,দুটি রিভলিং চেয়ার,একটি ওয়াটার ফিল্টার,দুটি ফ্যান,একটি আইপি এস,৫৬ সেট বিশিষ্ঠ একটি ডিনার সেট লুটপাট করে আগুনে জালিয়ে পু—িয়ে দেওয়ার পর সে উক্ত সন্ত্রাসী চক্রের অব্যহত মোবাইলে প্রাণ নাশের হুমকিতে দিশেহারা হয়ে চরম নিরাপত্তহীণতায় ভুগছে। উল্লেখ্য,ওই মানবপাচারকারী চক্রটি গত ০৫/১০/১৫ ইংরেজী রাত অনুমান সা—ে নয় ঘটিকার সময় তাকে পেছন দিক থেকে গলা চেপে ধরে নাকের উপর দু’বালতি পানি ঢেলে শ্বাস রোদ্ধ করে মেরে ফেলতে ছেয়েছিল। পরে এলাকাবাসি তার আতœচিৎকারে এগিয়ে আসায় যে যাত্রায় প্রাণে বেচে যায়। পরে এলাকাবাসির সহায়তায় ০৬/১০/ ১৫ ইংরেজী সকালে মহেশখালী উপজেলা স্বাস্থকমপ্লেক্স জরুরী বিভাগে মহেশখালী উপজেলা স্থাস্থ কমপ্লেক্স,র জরুরী বিভাগে পুলিশ কেইচ ,রেজি নং-ই,আর নং-১৩০৫/২৫ এসে কর্তব্যরত ডাক্তার প্রথমে তাকে মহেশখারী হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত ডাক্তার তার গলার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আমাকে ওই দিন বিকালে কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করেন। সে কক্সবাজার সদর হাসপাতালের পাচঁ তলার পুরুষ ওয়ার্ড়ের দু’ইউনিটে শয্য নং-ঝ১৩৮, পুলিশ কেইচ সিল যুক্ত যাহার রেজি নং:-১০৪১১/৩০) ০৭/১০/১৫ পর্যন্ত চিকিৎসাধীণ ছিল। সে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে গত ২৭/১১/২০১৫ ইংরেজী মহেশখালী থানায় একটি সাধারণ ডাইরী লিপিবদ্ধ করি। যাহার জি,ড়ি নং-১০৩৮/তারিখ ২৭/১১/২০১৫ ইংরেজী। এখনও মানবপাচারকারী নরুল আলম ও তার সিন্ডিকেট দলের দসস্যরা তাকে বিভিন্ন মোবাইল থেকে ফোন করে প্রাণ নাশের হুমকি দেওয়ায় সে দিশেহারা হয়ে চরম নিরাপত্তাহীণতায় ভুগছে বলে জানান সাংবাদিক আ:রাজ্জাক। এব্যাপারে তিনি প্রশাসনের সংশ্লিষ্ঠ উর্ধতন কতৃৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

পাঠকের মতামত: