ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সংবর্ধিত হলেন দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ

H.M.Ershad .jpgবার্তা পরিবেশক ॥

দেশের ৬৪ জেলার ১০০ জন সংগ্রামী সিনিয়র সাংবাদিককে ঢাকায় সংবর্ধিত করেছে নতুন ধারা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত সংগ্রামী সাংবাদিক সংবর্ধনায় কক্সবাজার জেলা থেকে দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদসহ দেশের ১০০ জন সিনিয়র সাংবাদিককে সংবর্ধিত করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এসব সংগ্রামী সিনিয়র সাংবাদিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ-পরিবহণ মন্ত্রী শাহজাহান খান সংবর্ধিত সাংবাদিকদের হাতে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন।

ওসময় নৌ-পরিবহণ মন্ত্রী শাহজাহান খান বলেন, সংগ্রামবিহীন জীবন মুল্যহীন। তাই মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে সাংবাদিকদের।

সাংবাদিককে একজন নির্ভীক কলম সৈনিক হতে হবে উল্লেখ করেন নৌ-পরিবহণ মন্ত্রী।

অনুষ্ঠানে নতুনধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান রোস্তম আজাদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মাতিয়ে তুলেন।

পাঠকের মতামত: