ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শহরের বৃহত্তর বাহারছড়ায় অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ

Himসংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের ঐতিয্যবাহী গ্রাম বাহারছড়ায় মাদক, ছিনতাই সহ অনৈতিক কর্মকান্ড নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এলাকার ছাত্র, যুব ও স্বস্তরের জনগন। ইতোমধ্যে ওসব অপরাধ বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সকল আইন শৃংখলা বাহিনী ছাড়াও গোয়েন্দা প্রশাসনে কয়েকদফা স্বারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারীরা। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। তবে বরাবরের মতোই ধরাছোঁয়ার বাইরে থেকে বেপরোয়া হয়ে উঠেছে এলাকার কয়েকটি স্থানে চলে আসা দেহ ব্যবসা। যার কারণে প্রতি রাতেই ওসব স্থানে একটির পর একটি বিশৃংলার সৃষ্টি হয়ে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় এলাকাবাসীর মতে জগন্য এ অপরাধ বন্ধে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে মহামারী আঁকার ধারণ এলাকার আইন শৃংখলা ব্যবস্থা মারাতœকভাবে ভেঙ্গে পড়ার পাশাপাশি পুরো এলাকাসহ শহর জুড়ে মরণ ব্যাধি এইসআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে সম্প্রতি ঐতিয্যবাহি এলাকাটিতে অনৈক কর্মকান্ড বন্ধে অব্যাহত আন্দোলনের অন্যতম ব্যক্তি একই এলাকার বাসিন্দা যুব সমাজের নেতা নাজিম উদ্দিনের নিজস্ব ফেসবুক আইডিতে সম্প্রতি এক ফেইজবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টির পর গতকাল জুমার নামাজের পর ফোরকানিয়া চত্বরে এলাকায় বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছে সর্বস্তরের এলাকার জনগন।

ঐতিহ্যবাহী বাহারছড়া এলাকায় পতিতা উচ্ছেদের দাবীতে বিক্ষোভ সমাবেশ শেষে ওই এলাকায় বহিরাগত রাশু, স্থানীয় পশ্চিম বাহার ছড়ায় জনৈক আনসার সদস্য সাইফুলের ক্রয়ক্রিত জমিতে তারই পার্টনার হিবেসে পরিচিত চিহ্নিত দেহ ব্যবসায়ী, হোটেল গোলজারের পেছনে উত্তর বাহারছড়ার কয়েকটি ফ্লাট বাড়ি সহ বহিরাগত ডলি সহ শহরের শীর্ষ দেহ ব্যবসায়ী মহিলাদের এলাকায় প্রবেশ নিষেধের ঘোষণা দেয়া হয়। অন্যতায় এলাকায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়। পাশাপাশি অবিলম্বে জগন্য এই কাজে জড়িত এলাকার নারী পুরুষের তালিকা তৈরী করে চিহ্নিত করারও ঘোষণা দেওয়া হয়।

এলাকার প্রবীন ব্যক্তিত্য মাষ্টার নুরুল হুদা‘র সভাপতিত্বে এবং যুবনেতা নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সলির রফকিুল ইসলাম, বাহারছড়া নবজাগরণ সমতিরি সাধারণ স¤পাদক নুরুল হক, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মো: নাছির উদ্দিন, শহর যুবলীগের আহ্বায়ক সোয়েব ইফতেখার, হাবিবুর রহমান হাবিব, সাখাওয়াত হোসেন, দৈনিক সকালের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মহসীন শেখ, যুবনেতা কফিল উদ্দিন, আলা উদ্দিন আল আজাদ, আজিজুল হক সোহেল, মহিবুর রহমান মহিব, যুবনেতা আবছার উদ্দিন, হারুন অর রশিদ, পিকু বড়–য়া, আব্দুল মালেক, মান্না, মোবারক, মালেক, মিঠু, ফারুক, এডভোকেট ফরহাদ, জিয়াউল রানা, সাংবাদিক রাশেদ রিপন, পারভেজ, আরিফ, বাবু, মামুন, নুরুল হক ও জয়নাল আবেদিন প্রমুখ। সমাবেশে এলাকার অসংখ্য মুরব্বি, যুবক ও ছাত্রদের সমাগম ঘটে মহৎ এ কাজে।

সমাবেশে বক্তব্য শেষে উপস্থিত সকলই রাশু নামের ওই মহিলাকে প্রাথমিক ভাবে হুশিয়ারী দেয়া হয়। এ বিষয়ে পরবর্তিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়।

 

পাঠকের মতামত: