ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লামা মাতামুহুরী ডিগ্রী কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ অনুষ্ঠিত

lamaমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ প্রতিযোগিতা শুক্রবার দিনব্যাপী লামা মাতামুহুরী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে। ‘বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে’ দেশের ৮টি বিভাগে ৩০টি কেন্দ্রে বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ অনুষ্ঠিত হয়।

মাতামুহুরী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ প্রতিযোগিতায় লামা, আলীকদম ও কক্সবাজারের চকরিয়া উপজেলার ৪টি কলেজ ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকৃত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ, চকরিয়া কলেজ, ডুলহাজারা কলেজ, চকরিয়া মহিলা কলেজ, লামা সরকারী উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামামুখ উচ্চ বিদ্যালয়, চকরিয়া কৌরক উচ্চ বিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, রশিদ আহমদ উচ্চ বিদ্যালয়, আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় ও ¤্রাে আবাসিক উচ্চ বিদ্যালয়। সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন শেষে কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১০টা থেকে দেড় ঘন্টা ব্যাপী এক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী মাঝে পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক রফিকুল হক, ডুলহাজারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন, আলীকদম সেনা জোনের টুআইসি মেজর তানভীর, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ কেরানীহাট শাখার ব্যবস্থাপক ফেরদৌস আহমদ, মিডিয়া পার্টনার এটিএন বাংলা বান্দরবান প্রতিনিধি মিনারুল হক, লামা প্রেস ক্লাব সভাপতি প্রিয় দর্শি বড়–য়া, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ।

পাঠকের মতামত: